গাজীপুরে র‍্যাবের সঙ্গে গোলাগুলি, নিহত ১

বন্দুকযুদ্ধ

গাজীপুরে র‍্যাবের সঙ্গে গোলাগুলি, নিহত ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। র‍্যাবের ভাষ্য, নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা পারেনি র‍্যাব। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি ইপসাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

‘বন্দুকযুদ্ধের’ সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, অস্ত্র বেচাকেনার খবর পেয়ে র‍্যাব-১ এর একটি টহল দল গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি ইপসাগেট এলাকায় যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন সন্ত্রাসী র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‍্যাবও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে যায় এবং ঘটনাস্থলে গিয়ে ওই সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

‌‌‌‘পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’

তিনি আরও জানান, এ ঘটনায় র‍্যাব-১ এর এএসআই সানাউল্লাহ ও উজ্জ্বল আহত হয়েছেন। পরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর