খালেদা জিয়া শক্তি ও প্রেরণার উৎস, বললেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া শক্তি ও প্রেরণার উৎস, বললেন ফখরুল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা হতাশ হবেন না। হতাশার কথা শুনতে চাই না। বিএনপি এখনও নিঃশেষ হয়ে যায়নি। খালেদা জিয়া জেলে থাকুন আর বাইরে থাকুন তিনিই আমাদের প্রেরণার উৎস।

তিনি আমাদের শক্তি, সাহস। ’

শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদারের লেখা ‘খালেদা জিয়া- তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে এ কথা বলেন ফখরুল।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শত নাগরিক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘অতীতেও বহুবার বিএনপি প্রতিটি সংকটে উঠে দাঁড়িয়েছে।

কারণ বিএনপি হল এদেশের জনগণের দল। ’

‘বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার। বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে নিশ্চিহ্ন করার। কিন্তু সম্ভব হয়নি। বিএনপি প্রতিবারই জনগণের শক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছে। ’ 

খালেদা জিয়াকে জীবন্ত কিংবদন্তি উল্লেখ করে বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘তিনি একজন সেনানায়কের স্ত্রী। তিনি হঠাৎ ক্ষমতায় বসে পড়েননি। দীর্ঘ ৯ বছর লড়াই সংগ্রাম করে জনগণকে ভালোবেসে, তাদের ভালবাসায় রাষ্ট্র পরিচালার দায়িত্বভার গ্রহণ করেছেন। ’ 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর