তিন দিনের সফরে ভারতে ইভাঙ্কা ট্রাম্প

সংগৃহীত ছবি

তিন দিনের সফরে ভারতে ইভাঙ্কা ট্রাম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তিন দিনের সফরে ভারত পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও তার উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। মঙ্গলবার হায়দরাবাদে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে শুরু হওয়া ‘গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট’ (জিইসি)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।

এদিন সকালে হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইভাঙ্কা।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্মেলনের দ্বিতীয় দিন উচ্চশিক্ষা, দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান বৃদ্ধির ওপর এক আলোচনায় অংশ নেবেন ট্রাম্পকন্যা।

এদিকে ভারতে পৌঁছানোর আগমুহূর্তে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ইভাঙ্কা বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই দেশের সঙ্গে আমাদের একসঙ্গে অনেক কিছু করার আছে।

নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, অর্থনৈতিক অগ্রগতি এগিয়ে নেওয়াসহ উভয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করতে পারি আমরা।

বিশেষ সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে ভারতের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তার একান্ত ভালো লাগার কথা বলেন ইভাঙ্কা।

সম্পর্কিত খবর