খালেদা 'আতঙ্কে' নার্ভাস সরকার : আমির খসরু

আমির খসরুI -ফাইল ছবি

খালেদা 'আতঙ্কে' নার্ভাস সরকার : আমির খসরু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'সরকারের মধ্যে খালেদা জিয়াকে সাজা দেওয়ার চিন্তা কাজ করছে। কিন্তু, খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনী ফসল ঘরে তুলতে পারবেন না। এটা করতে চাইলে আপনাদেরকে উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে। তবে আমরা চাই না আপনারা উচ্চমূল্য দিয়ে বিদায় নেন।

'

তিনি বলেন, মূলত একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার জনপ্রিয়তার আতঙ্কে সরকার 'নার্ভাস' হয়ে পড়েছে। তাই এমনটা করছে তারা।

রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের হল রুমে ঢাকা জেলা মহিলা দলের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

খসরু আরও বলেন, ‘আমরা চাই আওয়ামী লীগ দেশে স্বাভাবিক রাজনীতি করুক।

তবে তার আগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠনের সুযোগ দিতে হবে। ’

এসময় রোহিঙ্গা সংকট ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সম্পাদিত চুক্তিকে একটি অসমচুক্তি হিসেবেও আখ্যায়িত করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সম্পর্কিত খবর