দুদকের জিজ্ঞাসাবাদে অসুস্থ বাচ্চু

ফাইল ছবি

দুদকের জিজ্ঞাসাবাদে অসুস্থ বাচ্চু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বেসিক ব্যাংক কেলেঙ্কারির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার জিজ্ঞাসাবাদ চলাকালে বেলা ২টার দিকে আবদুল হাই বাচ্চু অসুস্থ হয়ে পড়েন। এরপর দুদক কার্যালয়ে একজন চিকিৎসক গেছেন বলে জানা গেছে।  

সূত্রে জানা গেছে, আবদুল হাই বাচ্চু নার্ভাস বোধ করছেন।

তাঁর খারাপ লাগছে বলে জানালে একজন চিকিৎসককে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ডেকে আনা হয়।

এর আগে আজ সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান আবদুল হাই বাচ্চু। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

গত মাসের ২৩ নভেম্বর দুদক আবদুল হাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে।

কমিশনের পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে সোমবার তাকে প্রথম জিজ্ঞাসাবাদ করে দুদক।

ওই দিন বেসিক ব্যাংকের কয়েক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) যতটুকু বলা সম্ভব ছিল, সব বলেছেন বলে দাবি করেন তিনি।

আবদুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন পর্ষদ ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত নজিরবিহীন অনিয়মের মাধ্যমে ৩ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা ঋণের নামে বিভিন্নজনকে দিয়ে দেয় বলে অভিযোগ।

সম্পর্কিত খবর