রংপুর সিটি নির্বাচনে সেনা চায় বিএনপি

রুহুল কবির রিজভীI -ফাইল ছবি

রংপুর সিটি নির্বাচনে সেনা চায় বিএনপি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। এজন্য ম্যাজিট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

ক্ষমতাসীন দলের লোকেরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, এমন অবস্থায় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দিহান।

তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরিতে সেনা মোতায়েন করার দাবি জানাচ্ছি।

রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলেও ইসি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুধু তাই নয় নির্বাচন কমিশন রংপুর সিটি নির্বাচনে এখনও অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা।

প্রসঙ্গত, আগামী চলতি বছরের ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সম্পর্কিত খবর