কথা রাখল রংপুর রাইডার্স

সংগৃহীত ছবি

কথা রাখল রংপুর রাইডার্স

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিপিএল শেষ, তবে এখনো রয়ে গেছে রেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কেনার পর টুর্নামেন্টের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে টেনে চমক দেখায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ । এরপর টাইগার ওয়ানডে অধিনায়কের বিচক্ষণ নেতৃত্বে প্রথম বছরই শিরোপা ঘরে তোলে শিল্পগোষ্ঠীটি। এবার কথা রাখার পালা।

টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ককে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাশরাফির জন্মস্থান নড়াইলের ডায়াবেটিস হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে রংপুর রাইডার্সের মালিকপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কাছে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সটি হস্তান্তরের ছবি পোস্ট করেছে বিপিএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ক্যাপশনে লেখা হয়, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে রংপুর রাইডার্স পরিবারের ছোট্ট উপহার তুলে দেয়া হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। জয়ের লড়াইয়ের সাথেই থাকুন।

এদিকে, মাশরাফির ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়েছে, ''বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুর আগেই অধিনায়ক মাশরাফি নড়াইলবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স চেয়েছিল “রংপুর রাইডার্স”-র কর্ণধার সাফওয়ান ভাই ও সিইও ইশতিয়াক ভাইয়ের কাছে। নড়াইলবাসী বেশ কিছুদিন যাবৎ কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স ছিল অত্যধিক প্রয়োজনীয় তালিকার সর্ব প্রথমে। ফাইনাল খেলা শেষ হওয়ার ৭ দিনের মাথায় “রংপুর রাইডার্স” মাশরাফির গড়া “ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন”-র নিকট হস্তান্তর করলো। ''

''অ্যাডমিনের পক্ষ থেকে “রংপুর রাইডার্স” এবং “ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন”-কে অনেক অনেক ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে যে কেউ খুব শিগগিরই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে। ''

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর