রসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সংগৃহীত ছবি

রসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন কমিশন।

নির্বাচনের আগের রাতেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটগ্রহণের জন্য ব্যবহৃত ব্যালট-বাক্সসহ আনুষাঙ্গিক সরঞ্জাম। মোতায়েন করা হয়েছে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।  

রংপুর সিটিতে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪। গতবারের চেয়ে ভোটার বেড়েছে ২৪ হাজার।

১৯৩টি কেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। রংপুর সিটিতে এবার দলীয় প্রতীকে প্রথমবার ভোট হচ্ছে।

গতকাল বুধবার দুপুর থেকে পিকআপে করে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি পাহারায় ব্যালট পেপার আর ব্যালট বাক্স পাঠানো হয়।

সম্পর্কিত খবর