ভোট নিয়ে সন্তোষ এরশাদের

সংগৃহীত ছবি

ভোট নিয়ে সন্তোষ এরশাদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। আজ সকাল সাড়ে নয়টায় নগরীর তোজাম্মেল হোসেন শিশুমংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করে এরশাদ বলেন, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা এক লাখেরও বেশি ভোটে বিজয়ী হবে।

এরশাদ বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে।

এখানে কোনো ধরনের অনিয়ম কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখছি না।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রংপুর সিটি করপোরেশনের ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও আরও ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর