ক্রিকেট রেখে টেনিস কোর্টে স্মিথ!

অজি অধিনায়ক স্মিথ

ক্রিকেট রেখে টেনিস কোর্টে স্মিথ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুর্দান্ত ফর্মে আছে টিম অস্ট্রেলিয়া। অ্যাশেজ জেতা হয়ে গেছে তাদের। সামনে বক্সিং ডে টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫-০ হোয়াইটওয়াসের লক্ষ্য অজিদের।

আর এরই মাঝে টেনিস কোর্টে ফুরফুরে মেজাজে পাওয়া গেল অজি অধিনায়ক স্মিথকে।

চলতি সিরিজে ব্যাট হাতে ব্রিটিশ বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন স্মিথ। পার্থ টেস্টে কেরিয়ারের দ্বিতীয় ডবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। ইংল্যান্ডের বোলিং আক্রমণকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট কেরিয়ারে সর্বোচ্চ রান ২৩৯ হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটাসম্যান।

 

২৬ ডিসেম্বর থেকে শুরু অ্যাশেজের চতুর্থ টেস্ট। তার আগে মেলবোর্ন পার্কে প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্ট মিলস রাওনিকের সঙ্গে ব়্যাটেক হাতে ম্যাচ খেলতে নেমে পড়েন স্মিথ।

নতুন বছরের প্রথম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি সারছিলেন রাওনিক। কোর্টের উল্টোদিকে প্রতিপক্ষ হিসেবে স্মিথকে পেয়ে অজি অধিনায়কের সঙ্গে কয়েকটা সেট খেলার সুযোগ হাতছাড়া করতে চাননি কানাডিয়ান টেনিস তারকা।

রাওনিকের সঙ্গে টেনিস খেলার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে স্মিভ লিখেছেন, ‘টেনিস কোর্টে সময়টা দারুণ উপভোগ করলাম, এবার ওর সঙ্গে টেনিস কোর্টে মুখোমুখি হলাম, পরের বার আশা করি ক্রিকেট নেটে মুখোমুখি হলে লড়াইটা জমবে। ’

সম্পর্কিত খবর