জেএসসি ও সমমানের ফলাফল শনিবার

ফাইল ছবি

জেএসসি ও সমমানের ফলাফল শনিবার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হবে। ওইদিন দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন।

এছাড়া ২০১৮ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক উৎসব হবে রবিবার। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।

 

একই সাথে ২০১৮ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তর এবং প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তকের পৃথক কপিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে।  

পরে দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। এরপরই শিক্ষার্থীরা বোর্ডের এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও মোবাইলের মাধ্যমে ফল জানতে পারবেন।  

সম্পর্কিত খবর