চীনের ওপর চটেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চীনের ওপর চটেছেন ট্রাম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ায় তেল রপ্তানি অব্যাহত রাখায় চীনের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

বৃহস্পতিবার এক টুইটার বার্তায় চীনকে ‘হাতেনাতে ধরা’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।  

ট্রাম্প লিখেছেন, ‘হাতেনাতে ধরা- অত্যন্ত হতাশার যে চীন উত্তর কোরিয়ায় তেল পাঠানোর সুযোগ অব্যাহত রেখেছে। এভাবে চলতে থাকলে উত্তর কোরিয়ার সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান কখনোই হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার দৈনিক চসান ইলবো এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে চীনের তেলবাহী ট্যাংকারগুলো সাগরে উত্তর কোরিয়ার ট্যাংকারে তেল দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে গত অক্টোবর থেকে এ পর্যন্ত অবৈধভাবে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের বিষয়টি প্রায় ৩০ বার ধরা পড়েছে।

এর আগে অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছিল চীন।

উল্লেখ্য, গত সপ্তাহে বেইজিংয়ের সমর্থন পেয়ে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করলে এটি পাশ হয়।

 

সম্পর্কিত খবর