কঠিন শাস্তির মুখে তামিম-সাব্বির

ফাইল ছবি

কঠিন শাস্তির মুখে তামিম-সাব্বির

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অসৌজন্যমূলক আচরণের জন্য কঠিন শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ও সাব্বির রহমান। তামিমের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে সাব্বিরের ২০ লাখ টাকা জরিমানার পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচেমখেলা চলাকালীন কিশোর পিটিয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিলেন সাব্বির রহমান।

বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁর ব্যাপারে আজ সিদ্ধান্ত নেওয়া হবে।  

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ জানান, সেই ঘটনার শাস্তি হিসেবে জাতীয় দলের এ ক্রিকেটারকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সাব্বিরের ২০ লাখ টাকা জরিমানার সুপারিশও করা হয়েছে। বিসিবির পরবর্তী বোর্ড সভায় এসব সিদ্ধান্ত পাস হবে।

একইসঙ্গে আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন না সাব্বির।  

অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন উইকেটের সমালোচনা করেছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। গত ১৪ ডিসেম্বর শুনানির পর আজ তামিমের ৫ লাখ টাকা জরিমানা ধার্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

সম্পর্কিত খবর