ঢাকা পলিটেকনিকে ছাত্র-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

প্রতীকী ছবি

ঢাকা পলিটেকনিকে ছাত্র-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের শটগানের গুলিতে অন্তত ১০ ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এরা হলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের ছাত্র রাশেদ, মাজহারুল ইসলাম মানিক, এস এস শাহ জালাল, নাদিম, জাহিদুল ইসলাম, রনি ওরফে বাবু, আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রান্ত, বাসুদেব, বাবলু ও সাইফুল ইসলাম।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ফয়সাল মাহমুদ জানান, স্থানীয় বেগুনবাড়ি বস্তির কিছু লোক ইনস্টিটিউটের আশপাশে মাদক বিক্রি ও সেবন করে। এদের বাধা দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মারামারির ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থল ইনস্টিটিউটের লতিফ হলের সামনে এসে ছাত্রদের লক্ষ্য করে শটগানের গুলি চালায়।

এতে অন্তত ৩০ ছাত্র আহত হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় শটগানের গুলি লেগেছে। তারা সবাই চিকিৎসাধীন।

সম্পর্কিত খবর