বরিশালের ৪ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

ফাইল ছবি

বরিশালের ৪ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

নিউজ ২৪ ডেস্ক

সড়কে চাঁদাবাজি ও থ্রি হুইলার বন্ধসহ কয়েকটি দাবিতে বরিশাল বিভাগের চার জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

এর আগে, বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমিতি সমন্বয় পরিষদের বৈঠকে এ ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের কথা জানান রূপাতলী বাস মালিক সমিতির সম্পাদক কাওসার হোসেন শিপন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ ও চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ পাঁচ শ্রমিককে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে তিনি অভিযোগ করেন।

কাওসার হোসেন শিপন আরও বলেন, এ হামলার ঘটনার বিচার এবং আঞ্চলিক মহাসড়ক থেকে চাঁদাবাজি ও সকল প্রকার অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ করা না পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলবে।

সম্পর্কিত খবর