মধুচন্দ্রিমায় গিয়ে মহাবিপদে পাওলি, হেলিকপ্টারে উদ্ধার

সুইজারল্যান্ডে তুষারপাতে আটকা পড়েন পাওলি ও অর্জুন। হেলিকপ্টারে উদ্ধার করা হয়।

মধুচন্দ্রিমায় গিয়ে মহাবিপদে পাওলি, হেলিকপ্টারে উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মধুচন্দ্রিমায় গিয়ে মহাবিপদে পড়লেন অভিনেত্রী পাওলি দাম ও তার স্বামী অজুন দেব। ভয়াবহ তুষারপাতের কবলে পড়েন এ দম্পতি। শঙ্কা দেখা দিয়েছিল প্রাণহানির। অবশেষে উদ্ধারকারী হেলিকপ্টার গিয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

জানা গেছে, মধুচন্দ্রিমা কাটাতে সুইজারল্যান্ডে গেছেন পাওলি ও অর্জুন। উঠেছিলেন আলপ্‌সের কাছে জারম্যাটের একটি স্কি রিসোর্টে। ভালোই সময় কাটছিল তাদের। চলছিল বরফঘেরা পরিবেশে খুনসুটি।

কিন্তু, প্রকৃতি যে এতটা বিরূপ হয়ে উঠবে তা কেউ কল্পনাও করতে পারেনি। গত বুধবার এই অঞ্চলে শুরু হয় তীব্র তুষারপাত। বন্ধ হয়ে যায় রেল ও সড়ক যোগাযোগ। আটকা পড়েন প্রায় ১৩ হাজার পর্যটক। তাঁদের মধ্যে ছিলেন পাওলি ও অর্জুন। কী করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এ যেন মৃত্যুকে কাছ থেকে দেখা। পাওলির ভাষায়, তুষারপাত যে কী ভয়ংকর রূপ নিতে পারে, তা এবারই প্রথম দেখেছেন তাঁরা। অবশেষে ছুটে যায় উদ্ধারকারী হেলিকপ্টার।

news24bd.tv

বুধবার দুপুরে অন্য পর্যটকদের সঙ্গে এই দম্পতিকে ওখান থেকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয় নিরাপদ জায়গায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সুস্থ আছেন তারা।

সুইজারল্যান্ড থেকে পাওলি আর অর্জুন যাবেন দুবাইয়ে। ১৬ জানুয়ারি ফিরে আসবেন পাওলির শ্বশুরবাড়ি গুয়াহাটিতে।

সম্পর্কিত খবর