ঝাঁঝ কমেছে পেঁয়াজের

ফাইল ছবি

ঝাঁঝ কমেছে পেঁয়াজের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৬০ টাকার নিচে নেমেছে। গত সপ্তাহে দেশি নতুন পেঁয়াজ কেজিপ্রতি ৮০-৯০ টাকায় বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার খুচরা বাজারে এই পেঁয়াজের কেজিপ্রতি দর ছিল ৭০-৭৫ টাকা।

কয়েকদিনের মধ্যে এ দাম আরও কমে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তারা বলেন, নতুন পেঁয়াজ ওঠায় দাম কমতে শুরু করেছে।

আজ শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, অনেক দোকানি দ্বিধায় ভুগছেন তারা ৭০ টাকায় পেঁয়াজ বিক্রি করবেন নাকি বেশি দামের আশায় ধরে রাখবেন। কয়েকজন খুচরা ব্যবসায়ী বলেন, তাদের পেঁয়াজ পুরাতন।

আগে বেশি দামে কেনা। তাই কম দামে ছাড়তে পারছেন না। তবে অধিকাংশ খুচরা ব্যবসায়ী ৭০ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন। বাজারভেদে এ দামে কিছুটা তারতম্য দেখা গেছে। অনেককে ভ্যানে করে ৭০ টাকা কেজিদরে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। সেক্ষেত্রে তিন কেজি একসঙ্গে নিলে দাম রাখছেন ২০০ টাকা।

পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম আগের মতোই আছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। ফলে খুচরা বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম প্রায় সমান হয়ে গেছে।

অবশ্য দাম কমলেও সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত বছর এ সময়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২০-৩০ টাকা।

প্রতিবছরের জানুয়ারিতে বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ার পাশাপাশি ভারত থেকেও নতুন পেঁয়াজ আমদানি হয়। ফলে দাম বেশ কমে যায়। এ বছর বন্যা ও অতিবৃষ্টিতে দুই দেশেই পেঁয়াজের আবাদ ক্ষতিগ্রস্থ হয়। ফলে বাড়তে থাকে পেঁয়াজের দাম। এক পর্যায়ে দেশের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের খুচরা মূল্য ১৩০ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়ায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৮০-৯০ টাকায়।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর