ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা দল

ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা দল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা দল। আজ শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় তারা।

হাথুরুসিংহের অধীনে লঙ্কানদের প্রথম মিশন এটি। অন্যদিকে, টাইগারদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচেও দলের দায়িত্বে ছিলেন হাথুরু।

তাই সব কিছু মিলিয়ে এই ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা-কল্পানার শেষ নেই।

১৫ জানুয়ারি শুরু হবে মূল ত্রিদেশীয় টুর্নামেন্ট। এতে প্রতিটি দল প্রত্যেকের বিপক্ষে দু’বার করে খেলবে লিগ পর্যায়ে। এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল।

টুর্নামেন্টের ৭টি ম্যাচই ফ্লাড লাইটের নিচে মিরপুরে অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে খেলা। এরপর ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে, ২৩ জানুয়ারি আবার জিম্বাবুয়ের বিপক্ষে এবং ২৫ জানুয়ারি আবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৭ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দুটি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ম্যাচ। আর ২৭ জানুয়ারি ফাইনালের ভেতর দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

সম্পর্কিত খবর