জ্বলতে জ্বলতে ডুবে গেল সেই ট্যাংকারটি

সংগৃহীত ছবি

জ্বলতে জ্বলতে ডুবে গেল সেই ট্যাংকারটি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যাওয়া তেলবাহী ট্যাংকারটি জ্বলতে জ্বলতে ডুবে গেছে। গত ৬ জানুয়ারি এ দুর্ঘটনা ঘটে। খবর অনুযায়ী তেলবাহী ট্যাঙ্কারে ৩০ জন ইরানী ও দুইজন বাংলাদেশি ছিলেন। ট্যাঙ্কারটি ইরান থেকে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিল।

এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বলতে থাকা ট্যাংকারটি ডুবে যাওয়ায় ৩২ ক্রুর বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।

এ প্রসঙ্গে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির উদ্ধারকারী দলের মুখপাত্র মোহাম্মদ রাস্তাদ বলেন, ‘ক্রু সদস্যদের জীবিত উদ্ধারের কোনো আশা আর নেই। ’

সংঘর্ষের পর তেলবাহী ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী জলযান পাঠায় চীন।

মালবাহী জাহাজে থাকা ২১ নাবিককে ঘটনার রাতেই উদ্ধার করা হয়। তারা সবাই চীনের নাগরিক। তবে তেলবাহী ট্যাঙ্কারের থাকা নাবিকদের উদ্ধার করা যায়নি।

সম্পর্কিত খবর