টিকিটে 'বাংলাদেশ' বানান ভুল, সমালোচনার ঝড়

সংগৃহীত ছবি

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

টিকিটে 'বাংলাদেশ' বানান ভুল, সমালোচনার ঝড়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে আগামীকাল শুক্রবার মিরপুরে হাইভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। অথচ আয়োজক দেশ হয়েও টিকিটে 'বাংলাদেশ' নামের বানানই ভুল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকিটে দেখা যাচ্ছে, ইংরেজিতে বাংলাদেশ বানানে 'এন' (N) একবার বেশি ব্যবহার করা হয়েছে।

অথচ সফরকারী শ্রীলংকা বানান ঠিকই রয়েছে।

ঘরের মাঠে নিজ দেশের নামের বানানে এমন ভুল মানতে পারছেন না দেশ প্রেমিক মানুষ। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।

দুঃখ প্রকাশ করে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। টিকিটের জন্য যে প্রেসকে দায়িত্ব দেয়া হয়েছিল তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যে টিকিটগুলো ছাড়া হবে সেগুলো সংশোধন করা হচ্ছে।