'শেয়ার বাজারকে যারা ফটকা বাজার বলেন তারা অর্থনীতির শত্রু'

ফাইল ছবি

'শেয়ার বাজারকে যারা ফটকা বাজার বলেন তারা অর্থনীতির শত্রু'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পুঁজিবাজারকে যারা ফটকাবাজার বলেন, তারা পুঁজিবাজার বোঝেন না। তারা পুঁজিবাজারের শত্রু।

শনিবার সিলেটে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স মেলা এবং বিনিয়োগ শিক্ষা মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ দেশের জন্য খুবই প্রয়োজনীয়।

পুঁজির বিকাশ ব্যাংকের নয়, পুঁজিবাজারের দায়িত্ব।

‘সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী’ স্লোগানে শুরু হওয়া কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, বিএসইসি কমিশনার মো. আমজাদ হোসেন ও খন্দকার কামালুজ্জামান।

সম্পর্কিত খবর