টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ

ফাইল ছবি

টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ৫ম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জয়ে ধারা অব্যাহত রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে খেলা সানজামুল ইসলামকে দলে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন লঙ্কানদের বিপক্ষে খেলা সাইফুদ্দিন।

এদিকে আজ ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেই বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক হিসেবে রেকর্ড গড়বেন মাশরাফি।

ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড ভাগাভাগি করছেন মাশরাফি ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।  ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বাশার ২৯টি ম্যাচে দলকে জিতিয়েছেন।

অপরদিকে, ৫২টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে টাইগারদের ২৯টি জয়ের স্বাদ দিয়েছেন মাশরাফি। বাশারের নেতৃত্বে ৪০টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।

 তবে মাশরাফির নেতৃত্বে ২১টি ম্যাচ হারে বাংলাদেশ।

বাশার-মাশরাফির পর বাংলাদেশকে তৃতীয় সর্বোচ্চ ২৩টি ওয়ানডেতে জয়ের স্বাদ দিয়েছেন ৫০টি ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

সম্পর্কিত খবর