শুরুতেই ম্যাশ-মিরাজের জোড়া আঘাত

উইকেট উদযাপনে মিরাজ। ছবি: এএফপি

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শুরুতেই ম্যাশ-মিরাজের জোড়া আঘাত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করছে শ্রীলঙ্কা। খেলাটি শনিবার বেলা ১২ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়।

শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনে আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় ওভারের পঞ্চম বলে লঙ্কান ওপেনার দানুষ্কা গুনাতিলকাকে লং অফে তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন এ অফ স্পিনার।

এরপরই মাশরাফির আঘাত। ষষ্ঠ ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত করে ফিরিয়ে দেন নড়াইল এক্সপ্রেস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৫৫ রান।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে।

এনামুল হক, নাসির হোসেন ও আবুল হাসানের জায়গায় ফিরছেন মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন। লক্ষ্মণ সান্দাকানের জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের সুযোগ পেয়েছেন শেহান মাদুশঙ্কা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন।

সম্পর্কিত খবর