আইপিএলে কোটিপতি ১৬ বছরের আফগান ক্রিকেটার

ফাইল ছবি

আইপিএলে কোটিপতি ১৬ বছরের আফগান ক্রিকেটার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাত্র ১৬ বছর বয়সেই কোটিপতি বনে গেলেন আফগান স্পিনার মুজিব জারদান। গতকাল আইপিএলের শেষ দিনের নিলামে অনেক খ্যাতনামা ক্রিকেটার অবিক্রিত থাকলেও বেশ চড়া দামেই এই আফগান ক্রিকেটারকে দলে টেনেছে কিংস ইলেভেন পঞ্জাব।  

মুজিব জারদান বিক্রি হয়েছে ৪ কোটি রুপিতে। তিনি তৃতীয় আফগান ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেলেন।

এর আগে, শনিবার আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে ৯ কোটি রুপিতে ধরে রেখেছেন সানরাইজার্স হায়দরাবাদ। তারা আরেক আফগান মোহাম্মদ নবিকেও ১ কোটি রুপিতে ধরে রেখেছে।
 
প্রসঙ্গত, ২০০১ সালের ২৮ মার্চ জারদানের জন্ম। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪টি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।
এখন পর্যন্ত ৩টি ওয়ানডেতে অংশ নিয়ে ৭ উইকেটের দেখা পেয়েছেন তিনি। পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতার পেছনে ২০টি উইকেট নেওয়া মুজিব জারদানের বড় ভূমিকা ছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত খবর