৩১ জানুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রজোটের বিক্ষোভ

সংগৃহীত ছবি

৩১ জানুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রজোটের বিক্ষোভ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট। এর মধ্যে রয়েছে ৩১ জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ধর্মঘট পরবর্তী বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন।

জোটের সমন্বয়ক বলেন, সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা জোটের নেতাকর্মীদের উপর হামলা করেছে।

এখন থেকে কোথাও আঘাত করা হলে জোটের কেন্দ্রীয় নেতারা সেখান থেকে প্রতিরোধ করবে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ফ্রন্টের সভাপতি নাইমা খালেদ মনিকা প্রমুখ।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ভিসি কার্যালয়ে বিক্ষোভে দুই দফা হামলার ঘটনায় দায়ীদের বিচার, ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের নির্যাতনের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকে বহন করা ইত্যাদি।

সম্পর্কিত খবর