পাকিস্তানকে গুড়িয়ে ফাইনালে ভারত

সংগৃহীত ছবি

পাকিস্তানকে গুড়িয়ে ফাইনালে ভারত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে উঠল ভারত। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের হেগলি ওভালে মুখোমুখি হয় এশিয়ার এই দুই ক্রিকেট পরাশক্তি। সেমি-ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠায় ভারত।

প্রথমে ব্যাট করে শুভমন গিলের অপরাজিত ১০২ রানে ভর করে ২৭২ রান তোলে ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে বাংলার ঈশান পোড়েলের দুর্দান্ত বোলিং তোপে ৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ২০৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া।  

আইপিএলে অবিক্রিত ঈশানের ঝুলিতে এদিন জমা হয় চার উইকেট। (৬-১৭-৪) স্পিনার সিভা সিং ও রিয়ান প্রয়াগ দুটি করে উইকেট নেন।

একটি করে উইকেট নেন অনুকূল ও অভিষেক।  

ম্যাচসেরা হয়েছেন শুভমন। ৯৪ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ইনিংস সাজান শুভমন।

ফাইনালে (৩ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়বে টিম ইন্ডিয়া।  

সম্পর্কিত খবর