চট্টগ্রাম টেস্টে শুরুতে ব্যাটিংয়ে টাইগাররা

সংগৃহীত ছবি

চট্টগ্রাম টেস্টে শুরুতে ব্যাটিংয়ে টাইগাররা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে বাইরে থাকায় এ টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ওপেনিংয়ে নেমেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এ টেস্টে অভিষেক হয়েছে সানজামুল ইসলামের।

চার বছর পর ডাক পেলেও একাদশে জায়গা পাননি আব্দুর রাজ্জাক।

চন্ডিকা হাতুরাসিংহে কোচ বলে শ্রীলঙ্কার বিপক্ষে এ টেস্টটি আলাদা আবেদন ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়। দুই দল এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১৮টি। বাংলাদেশের জয় সাকল্যে একটি।

সেটা আবার গত বছর নিজেদের ১০০তম টেস্টে। কলম্বোয় ঐতিহাসিক টেস্ট ম্যাচটিই দুই দলের সর্বশেষ লড়াই।

চট্টগ্রামে দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৪ সালে। ম্যাচটি ড্র হয়েছিল। মাহমুদুল্লাহ খেলেছিলেন টেস্টটি। কিন্তু টেস্ট বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে কুমার সাঙ্গাকারার জন্য। টেস্টটিতে প্রথম ইনিংসে ৩১৯ রানের অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা।

মুমিনুলের সেঞ্চুরি
ওয়ানডে মেজাজে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন টেস্ট স্পেশ্যালিস্টের তকমা পাওয়া মুমিনুল হক। ৯৬ বলে ১৩ চারের সাহায্যে এই সেঞ্চুরির দেখা পান তিনি। এটা তার ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। এর আগে, ৫৯ বলে ৭ চারের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ফলে পরের ৫০ করতে মুমিনুল খেলেছেন মাত্র ৩৭ বল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম. মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ :  দিমুথ করুনারাত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিলরুয়ান পেরেরা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান এবং লাহিরু কুমারা।

সম্পর্কিত খবর