প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪

সংগৃহীত ছবি

প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রাম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। রানটা হয়ত অনায়াসেই ৪০০ ছাড়িয়ে যেত। দিনভর  শ্রীলঙ্কার বোলারদের  যেভাবে খাটিয়েছেন টাইগাররা তাতে তেমন ইঙ্গিতই মিলেছিল। কিন্তু, দিনের শেষভাগটা যেন হঠাৎই নিয়ন্ত্রণে নিয়ে নেয় হাতুরুর শিষ্যরা।

তাই অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে ৯২ রানে ফিরে আসতে হয় মুশফিকুর রহিমকে। লিটন দাস কিছু বুঝে ওঠার আগেই মাত্র ১ বলে শূন্য রানে বোল্ড হয়ে ফিরে আসেন। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৭৪।

তবে ব্যাট হাতে পাহাড়ের মতো অটল আজ মুুমিনুল হক।

মুশফিকের সঙ্গে ২৩৬ রানের বড় এক জুটি গড়েছিলেন তিনি। এরপর ফিরে যান মুশফিক। তবে ১৭৫ রান নিয়ে এখনো নটআউট মুমিনুল। ওয়ানডে আদলে সেঞ্চুরি তুলেছেন তিনি। ১৬টি চারের পাশে একটি ছক্কাও হাঁকিয়েছেন। আগামীকাল নামবেন ডাবল সেঞ্চুরির আশায়।

লিটন দাস ফিরে যাবার পর মুমিনুলকে সঙ্গ দিতে নামেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিনের বাকি সময়টা মুমিনুলকে সঙ্গে নিয়ে ভালোভাবেই পার করে দিয়েছেন তিনি। দ্বিতীয় দিনে ৯ রান নিয়ে ব্যাট করতে নামবেন মাহমুদউল্লাহ।  

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করেছে বাংলাদেশ। তামিম ইকবাল আর ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে তুলেছেন ৭২ রান। দিলরুয়ান পেরেরার দুর্দান্ত এক ডেলিভারিতে তামিম বোল্ড হয়েছেন ৫২ করে।

এরপর ৪০ রানে ভুল এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন ইমরুল কায়েস। লক্ষ্ণ সান্দিকানের বলে আম্পায়ার আঙুল তুলে দিলে রিভিউ নেয়ার সাহস করেনি বাংলাদেশ। অথচ টিভি রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্পের অনেক উপর দিয়ে চলে যাচ্ছিল।

ইমরুল ফেরার পর ২৩৬ রানের বড় জুটি গড়েন মুমিনুল হক আর মুশফিকুর রহিম। এই জুটি ভাঙার পরই কিছুটা ব্যাকফুটে চলে যায় টাইগাররা। আগামীকাল দিনের শুরুতে টাইগাররা যদি জ্বলে উঠতে পারেন তাহলে ওয়ানডে সিরিজের শিরোপা হাতছাড়া হওয়ার গ্লানি মুছে ফেলা বোধহয় অসম্ভব হবে না।

সম্পর্কিত খবর