অভিন্ন প্রশ্নে এসএসসি পরীক্ষা শুরু

ফাইল ছবি

অভিন্ন প্রশ্নে এসএসসি পরীক্ষা শুরু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অভিন্ন প্রশ্ন এবং কড়া নজরদারিতে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দেশব্যাপী একযোগে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এদিন সকাল ৯টায় ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এসময় তিনি পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

আজ এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা রয়েছে।

এ বছর পরীক্ষার একটি উল্লেখযোগ্য বিষয় হলো শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না।

এছাড়া প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা শুরুর তিন দিন আগে পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর