ইন্দোনেশিয়ার ৬১ ভাগ মানুষই অলস!

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার ৬১ ভাগ মানুষই অলস!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অলস ব্যক্তিদের তালিকা করলে আমি বিশ্বরেকর্ড করবো- এমন কথা হরহামেশাই বলতে শুনি। কিন্তু বিশ্বের সবচেয়ে অলস দেশের মানুষই নিশ্চয় এ তালিকায় বেশি এগিয়ে থাকবেন।

তাই বিশ্বের সবচেয়ে অলস দেশ খুঁজতেই সাত লাখ ১৭ হাজার মানুষের মোবাইল ফোনে ট্র্যাকিং করে চালানো হয়েছে গবেষণা। ফলাফল? বিশ্বের সবচেয়ে অলস দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে ইন্দোনেশিয়াকে।

ল্যানচেটের এক হিসাব অনুসারে দেশটির ৬১ ভাগ মানুষই অলস।

মানুষ দিনে গত কতটা হাঁটেন তার ওপর নির্ভর করে এ গবেষণা করা হয়। গবেষণায় সবচয়ে কর্মঠ দেশ নির্বাচিত হয়েছে চীন। এ জনবহুল দেশটির মানুষ দিনে গড়ে ৬৮৮০ বার পা ফেলেন।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অলস দেশের তালিকায় ইন্দোনেশিয়ার পরেই আছে মালয়েশিয়া ও সৌদি আরব।

সম্পর্কিত খবর