বাংলাদেশি কন্যার যুক্তরাজ্য জয়

শ্রাবণী আক্তারI -সংগৃহীত ছবি

বাংলাদেশি কন্যার যুক্তরাজ্য জয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাজ্যে ভারোত্তোলন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি শ্রাবণী আক্তার। ব্রিটিশ ওয়েট লিফটিং ২০১৮ তে ৫৬ কেজি বিভাগে পাঁচ রাউন্ডের প্রতিটিতে বিজয়ী হয় ১৬ বছর বয়সী শ্রাবণী।

পূর্ব লন্ডনের ব্রিকলেনে ২০০১ সালের মার্চে জন্মগ্রহণ করেন শ্রাবণী। বাহাউদ্দীন ও সাঈদা বেগমের ছয় সন্তানের মধ্যে সে সবার বড়।

শ্রাবণী ২০১৬ সালের জিসিএসই পরীক্ষায় পাঁচটিতে ‘এ স্টার’ ও সাতটিতে ‘এ’ পেয়ে উত্তীর্ণ হন। তাদের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।

আগামীতে ওয়েটলিফটিংয়ে বিশ্ব শিরোপা জয় করার ইচ্ছা শ্রাবণীর। তিনি বলেন, ইচ্ছা পূরণে বাংলাদেশি, মুসলিম পরিবার কিংবা শারীরিক গড়ন কোনো বিষয় নয়; মন-প্রাণ এক করে চাওয়াটাই বড় ব্যাপার।

হিজাব পরেই প্রতিযোগিতায় অংশ নেন শ্রাবণী আক্তার। এ প্রসঙ্গে শ্রাবণী বলেন, পেশাদার খেলাধুলার ক্ষেত্রে স্বাস্থ্যগত নিরাপত্তা একটি বড় ব্যাপার। হিজাব মুসলিম নারীদের স্বাস্থ্যগত নিরাপত্তা মেনে খেলাধুলায় অংশ নিতে সাহায্য করে বলে আমি মনে করি।

সম্পর্কিত খবর