চাকরি রক্ষার্থে এ রায়: রিজভী

চাকরি রক্ষার্থে এ রায়: রিজভী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। রায় পরবর্তী এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। ন্যায়বিচারের ধারায় এ রায় হয়নি। শুধুমাত্র চাকরি রক্ষার্থে এ রায় দেওয়া হয়েছে।

এটা প্রতিহিংসাপরায়ন রায়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ধিক্কার জানাচ্ছি।

রায় পরবর্তী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

রিজভী বলেন,  প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশের রূপ দেখলাম আমরা, এই রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা। এ রায়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করবে।  

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, এ রায় ষড়যন্ত্রমূলক। সারা দেশের বিএনপি নেতাকর্মী, জাতীয়তাবাদী শক্তি এর প্রতিবাদ করুন। রাজপথে নামুন। শান্তিপূর্ণ প্রতিবাদ করুন। প্রতিহিংসাপরায়ন এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। তবে অন্যের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন।

সম্পর্কিত খবর