সিলেটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১২

ম্যাপ

সিলেটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা ঘোষণার পর সিলেটে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।  এতে ১২ জন আহত হয়েছে।  

বৃহস্পতিবার বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে খালেদার মামলার রায় ঘোষণার পরই আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের হামলা করে।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হয়েছে।

খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে দশ বছর করে কারাদণ্ড।

মামলায় তাদেরকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার করে জরিমানা করা হয়েছে।