নারায়ণগঞ্জে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ম্যাপ

নারায়ণগঞ্জে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার রায় ঘিরে এলাকায় অবস্থান নেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নিহত সুমন মিয়ার বাড়ি রূপগঞ্জে। তার হাতে ও বুকে অন্তত ২০টা পিস্তলের গুলি লাগে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিমপাড় এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে আনা হলে একজনের মৃত্যু হয়।

আহত কামাল ও জয়নালের চিকিৎসা চলছে।  অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর ঢাকা থেকে তিনশ ফুট সড়ক হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এবং ঢাকা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, অধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের বিরোধ চলছিল। খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে মাঠ দখল নেওয়ার জন্য দুপক্ষের লোকজন কাঞ্চন সেতু এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে সংঘর্ষ হয়।

এতে পাঁচ পুলিশসহ উভয় পক্ষের ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠপেটা ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে। পরে ২০ জনকে আটক করা হয়।

বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর