তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ফাইল ছবি

তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তারেক রহমান দেশের বাইরে অবস্থান করলেও তিনিই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

তার নির্দেশনা ও গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, সংগীতশিল্পী বেবী নাজনীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে সংশোধন এনে তারেকের জন্য সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদটি সৃষ্টি করা হয়। গঠনতন্ত্রের ৫ (গ) ধারায় সিনিয়র ভাইস চেয়ারম্যানকে দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তির মর্যাদা দিয়েছে।

চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির সভা ডাকতে পারবেন। চেয়ারপারসনের সব ক্ষমতা প্রয়োগ করতেও পারবেন। গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালনায় এই দুজন ছাড়া অন্যদের কোনো ক্ষমতা দেওয়া হয়নি।  

সম্পর্কিত খবর