খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্বজনরা

ফাইল ছবি

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্বজনরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি পেয়েছেন তার পরিবারের সদস্যরা। আজ শুক্রবার দুপুরের পরে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করবেন তারা।

ঢাকার জেল সুপার জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা করার আবেদন করে।

দুপুরের পর তাদের দেখা করানো হবে। কারাগারে খালেদা জিয়া ভালোই আছেন। সকালে নাস্তা দেয়া হয়েছে। তিনি সেটি খেয়েছেন।

খালেদা জিয়ার আইনজীবীরাও দেখা করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।  

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ের পর খালেদা জিয়াকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের লালদালানখ্যাত ২২৮ বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলায় অন্য আসামি হলেন, তার ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। তাদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন আদালত।

সম্পর্কিত খবর