খালেদার রায়ে সরকারের হাত নেই: হাছান মাহমুদ

ফাইল ছবি

খালেদার রায়ে সরকারের হাত নেই: হাছান মাহমুদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

খালেদার মামলাটি আওয়ামী লীগ-বিএনপির বিষয় নয়, জনগণের প্রত্যাশিত রায় বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।  

তিনি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায়ে সরকারের হাত নেই। সরকারের হাত থাকলে আগের মেয়াদেই রায় হতো। ১০ বছর সুযোগ পেতো না।

 

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি নেত্রীর রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন,  রায়কে কেন্দ্র করে রাস্তায় ও আদালতের ভেতরে বিএনপির আইনজীবী ও নেতারা যে তাণ্ডব চালিয়েছেন, সেটা আদালতের প্রতি বৃদ্ধাঙ্গলী দেখানোর সমান।  

তিনি বলেন, ন্যায়-বিচার প্রতিষ্ঠা করতে অন্যায়ের প্রতিকার করতে হয়।  

রিজভীর কান্না নিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, তারা দলের নেত্রীর জন্য কান্না করতেই পারেন।

তবে ওই দলের নেত্রীর নির্দেশে যখন দেশব্যাপী পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করা হলো-তখন তো তারা কান্না করেনি? 

তিনি বলেন,  তারা (বিএনপি নেতাকর্মী) জনগণের জন্য কান্না করে না। খালেদা জিয়াও জনগণের জন্য কাঁদে না।  

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জাতীয় পার্টি-জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আমিন রুহুল, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য মিনহাজ উদ্দিন মিন্টু, রোকন উদ্দিন পাঠান প্রমুখ।  

সম্পর্কিত খবর