স্ত্রী ও ভাবিকে গলাকেটে হত্যা!

ফাইল ছবি

স্ত্রী ও ভাবিকে গলাকেটে হত্যা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কিশোরগঞ্জের নিকলীতে দুই নারীকে গলাকেটে হত্যা করেছেন শওকত আলী নামে এক যুবক। এ ঘটনায় শওকত আলীকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গুরুই ইউনিয়নের বড়বাংলা গ্রামে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কলহের জের ধরে শওকত আলী তার গর্ভবতী স্ত্রী আয়শা আক্তারকে (২২) দিনে দুপুরে গলাকেটে হত্যা করেন।

এর কিছুক্ষণ পরই পাশের পূর্বপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে আয়শার বড় ভাবি সালমা আক্তারকে (৩০) হত্যা করেন শওকত।

এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ শওকত আলীকে আটক করে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পলিটিক্যাল বক্তব্যে প্রতিপক্ষকে ঘায়েল করে না আ.লীগ: কাদের
পলিটিক্যাল বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা আমাদের মূখ্য কাজ নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে মেঘনা সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

রাজনীতি করলে জেল জুলম  থাকে উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন আমাদের কাছে মূখ্য। দেশে রাজনীতি আছে থাকবে। রাজনৈতিক দল, নির্বাচনও আছে। জেল জুলম সহ্য করেই আমরা ক্ষমতায় এসেছি। আমাদের নেত্রীকেও জেল খাটতে হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, খালেদার রায় যে যেভাবেই দেখুন না কেন, আদালতের এ রায় রাজনীতিকদের জন্য সর্তকবার্তা।

তিনি বলেন, রায়ে আগে রাতের আধারে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭নং ধারা তুলে দিয়ে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।

এ সময় মন্ত্রীর সাথে সেতুর প্রকল্প পরিচালক সাইদুল হক, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন, নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর