‘আইন আইনের মতো চলবে’

ফাইল ছবি

‘আইন আইনের মতো চলবে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আইন আইনের মতো চলবে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে যেতে পারবে কি না, এ বিষয়ে উচ্চ আদালতের দুইটি রায় আছে। রায় অনুয়ায়ী সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন। আইন সম্পূর্ণ স্বাধীন। হুমকি-ধামকিতে তা পরিবর্তন হবে না।

 

রোববার জাতীয় আইন প্রশিক্ষণ কেন্দ্রে জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আ.লীগ সরকার ভীত নয় যে, কাউকে বাইরে রেখে নির্বাচন করতে যাবে। তবে আইন অনুযায়ী যদি কেউ নির্বাচনে যেতে না পারে তার দায়ভার সরকার নেবে।

আদালত খালেদাকে সাজা দিয়েছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন,  নিয়ম অনুযায়ী তিনি (খালেদা) আপিল করবেন।

আপিল গ্রহণের পর জামিন চাইতে আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। সেখানে সরকারের কিছু করার নেই। হুমকি-ধামকি দিয়ে চাপ দিয়ে কোনো লাভ নেই।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহুরুল হক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি মুসা খালেদ।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর