প্রশ্ন ফাঁস: আটজন গ্রেপ্তার

ফাইল ছবি

প্রশ্ন ফাঁস: আটজন গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায় ময়মনসিংহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গণিত পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে এক নারীসহ চার অবিভাবক ও তিন শিক্ষার্থী রয়েছে। তারা হলেন- অভিবাবক আরিফুল ইসলাম, রাকিব মিয়া, রফিকুল ইসলাম, সৌরভ বর্মন এবং ইসরাত জাহান।

 

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

ওসি আশিকুর বলেন, শনিবার গণিত পরীক্ষা শুরুর আগে ময়মনসিংহ জিলা স্কুলের গেটে ইসরাত নামের ওই নারীকে ঘিরে কিছু পরীক্ষার্থীকে জটলা করতে দেখা যায়। পরে ম্যাজিস্ট্রেট তাকে স্কুলের ভিতর নিয়ে গিয়ে তার মোবাইল ফোন দেখতে চান।

এ সময় তার মোবাইলের ফেইসবুক ম্যাসেঞ্জারে চলমান গণিত পরীক্ষার প্রশ্ন দেখে তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে ওই নারী প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করেন।

আশিকুর বলেন, তার দেওয়া তথ্যে কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে থেকে আরিফুল, রাকিব ও রফিকুলসহ তিন পরীক্ষার্থী এবং রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর