ডিভিশন পেলেন খালেদা জিয়া

ফাইল ছবি

ডিভিশন পেলেন খালেদা জিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

রবিবার সন্ধ্যায় এ কথা জানান তিনি।

কারা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার জন্য কোর্টের আদেশের কপি তাদের কাছে পৌঁছেছে। আদেশের বলে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে খালেদা জিয়াকে।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে আইজি প্রিজন জানান, আদালতের কোনো আদেশ তারা পাননি। তাই কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে সাধারণ বন্দির মতো রাখা হয়েছে।

খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন না দেয়ার বিষয়ে বিএনপির অভিযোগের পর রবিবার কারা অধিদপ্তরের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান আইজি প্রিজন।

শনিবার বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কারাগারে খালেদা জিয়াকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দেয়া হয়নি।

 

রবিবার বিএনপি নেত্রীর আইনজীবীদের আবেদনের পর খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

আইজি প্রিজন বলেন, ‘টিভিতে দেখেছি একটা অর্ডার হয়েছে কোর্ট থেকে।  সেটা হাতে পেলে তখন বিধি অনুযায়ী ব্যবস্খা নেব। ’

সম্পর্কিত খবর