প্রশ্ন ফাঁস: চট্টগ্রামে আটক ২

ফাইল ছবি

প্রশ্ন ফাঁস: চট্টগ্রামে আটক ২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রশ্ন ফাঁসের অভিযোগে চট্টগ্রামের রাউজান থানার ডাবুয়া বাজার এলাকা থেকে  দুই জনকে আটক করেছে র‌্যাব।  

আটক দুই জন হলেন- মো. ইমরান (১৮০ এবং নূরুল আফছার সবুজ (২০)। রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

চট্টগ্রামে র‌্যাব-৭ এর উপপরিচালক আশেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেন।

তিনি জানান, রবিবার রাত ১১টার দিকে ডাবুয়া বাজার ইউনিয়নের হাটবাজার এলাকা থেকে ইমরান ও সবুজকে আটক করা হয়।  

এই দুই জন সামাজিক মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। মোবাইলে ট্রাকিংয়ের মাধ্যমে তাদের আটক করা হয়।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির প্রতিটি বিষয়ের প্রশ্নই এসেছে সামাজিক মাধ্যমে।

প্রতিদিনই প্রশ্ন এসেছে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টা আগে।

গত ৪ ফেব্রুয়ারি প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আটক হয়েছে ৫০ জনেরও বেশি। ঢাকা থেকে আটক ১৪ জন পুলিশকে জানিয়েছে, ট্রেজারি থেকে কেন্দ্রে প্রশ্ন পাঠানোর সময় দায়িত্বপ্রাপ্তরা ছবি তুলে তাদেরকে প্রশ্ন পাঠায়।
 

সম্পর্কিত খবর