টানা বর্ষণে তলিয়ে গেছে নীলফামারীর অধিকাংশ এলাকা

টানা বর্ষণে তলিয়ে গেছে নীলফামারীর অধিকাংশ এলাকা

নিউজ ২৪ ডেস্ক

টানা বর্ষণে নীলফামারীর অধিকাংশ এলাকা পানিতে থৈ থৈ করছে। ডুবে গেছে পথ-ঘাট, বাড়ির আঙিনা। অনেক স্থানে ঘরের মধ্যে ঢুকে গেছে পানি। বুধবার রাত থেকে শুরু হওয়া অব্যাহত বৃষ্টিপাতে শহরের সওদাগড় পাড়া, বাবুপাড়া, প্রগতিপাড়া, নিউবাবুপাড়া, শাহী পাড়া, নতুন বাজার কলোনীসহ আরো কয়েকটি এলাকার বেশীর ভাগ বাড়ির আঙিনা হাটু পানিতে তলিয়ে গেছে।

শহরে অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের কারণে পানি বের হতে না পেরে বাড়িতে পানি ঢুকেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
  
এতে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। বিশেষ করে বেকায়দায় পড়েছে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হতে না পেরে কাজ করতে পারছেন না।

ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন জাপন করছে তারা। শহরের অনেক রাস্তার উপড় দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। খানাখন্দে ভরা নীলফামারীর ডোমার শহরের প্রধান রাস্তা এবং ডোমার-ডিমলা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টিপাতের ফলে পানিতে তলিয়ে থাকায় চরম বিপাকে পড়েছেন পথচারীসহ যান চলাচলকারীরা।  

উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের ফলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। আজ সকাল ৯টা থেকে নদীর নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।  

উজানের ঢলের কারণে তিস্তা নদী বেষ্টিতে আশেপাশের দশটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। হাটু পানিতে তলিয়ে গেছে বাড়ি ঘর।  

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নীলফামারী সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের শনিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। ভারি বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়া এবং আসা-যাওয়ার সমস্যা তৈরি হওয়ায় ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে দফতরটি।

সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, শনিবার দুই শিফটে গণিত পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি স্থগিত রাখা হয়েছে।

সম্পর্কিত খবর