ইসরাইলকে দোষারোপ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

পশ্চিম তীরে বসতি স্থাপন

ইসরাইলকে দোষারোপ করলেন ট্রাম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইল-ফিলিস্তিন সংকট নিয়ে প্রথমবারের মতো ইসরাইলকে দোষারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ প্রক্রিয়া দু'টি দেশের মধ্যকার শান্তি আলোচনাকে জটিল করে তুলছে।

ইসরাইলের হাইয়ুম পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি (ট্রাম্প) ইসরাইলকে বসতি স্থাপন নিয়ে নতুন করে ভাববার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে ফিলিস্তিন শান্তি স্থাপনের পথে নেই অভিযোগ করে মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, ইসরাইলও শান্তি স্থাপন করতে অনীহা দেখাচ্ছে।

তাই আমাদের কেবলই অপেক্ষা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে কি হয় সেটি দেখতে হবে।

প্রসঙ্গত গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেন ট্রাম্প। ফিলিস্তিনরা শান্তি আলোচনায় রাজি না হলে তাদেরকে সাহায্য বন্ধেরও হুমকি দেন ট্রাম্প।

সূত্র: বিবিসি।

সম্পর্কিত খবর