আ.লীগ আবারো ৫ জানুয়ারি চায়: রিজভী

ফাইল ছবি

আ.লীগ আবারো ৫ জানুয়ারি চায়: রিজভী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সরকার খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, জামিনে থাকা মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার, সরকার বিএনপির চেয়ারপারসনের জামিন বিলম্বিত করতে চায়। আর সেই জন্য তারা নতুন ষড়যন্ত্র করছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার বিকেলে রিজভী এসব কথা বলেন।

আওয়ামী লীগ চায় আবারও ৫ জানুয়ারির চায় মন্তব্য করে রিজভী বলেন, সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়ের পেছনে সরকারের অন্যয় ইঙ্গিত রয়েছে। আওয়ামী লীগ চায় আবারও ৫ জানুয়ারির মতো একতরফা ভোট করে ক্ষমতা ধরে রাখতে।

এদিকে বিএনপির চেয়ারপারসনের মুক্তির আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৩০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চার হাজার ৪০০ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর