ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগির ৫০ যাত্রী আহত

সংগৃহীত ছবি

ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগির ৫০ যাত্রী আহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ময়মনসিংহে ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কা লেগে ট্রেনের ৫০ যাত্রী আহত হয়েছেন। রেল স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের তিনটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সোমবার জেলার গৌরীপুর রেল জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

পরে রাত ১০টার দিকে ‘ঠ’ বগি ছাড়াই ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় রেলের যাত্রীরা বিক্ষোভ করেন।
রেলের ইনচার্জ সেলিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে গৌরীপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের সময় ট্রেনের চালক ভুলে ট্রেনটিতে ধাক্কা দেয়। এতে ৫০ জনের মতো যাত্রী আহত হন।

ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের ‘ঙ’, ‘জ’ ও ‘ঠ’ নম্বরের তিনটি বগি বিধ্বস্ত হয়। ‘ঙ’ ও ‘জ’ নং কোচের দরজা-জানালাসহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা সম্ভব হলেও ‘ঠ’ নং বগি দ্রুত সময়ে মেরামত সম্ভব হয়নি। তাই এই বগির ৫৪ জন যাত্রীর টিকিট থাকার পরেও তাদের বসার স্থান ছিল না বলে অভিযোগ উঠেছে।

রেলের পরিচালক মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, রেলটি ছাড়ার নির্ধারিত সময় ৮টা ৫০মিনিটে ছিল। ‘ঠ’ বগি না থাকায় নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

গৌরীপুর জংশনের বুকিং সহকারী মোহাম্মদ জানান, রাত ১০টা ৫ মিনিটে সব কিছু ঠিক হলে ট্রেনটি গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

 

সম্পর্কিত খবর