মাদারীপুরে জুট মিলে ভয়াবহ আগুন

আগুনে পুড়ে যাওয়া জুট মিল।

মাদারীপুরে জুট মিলে ভয়াবহ আগুন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর টিভি ক্লিনিক এলাকায় হায়দার কাজী জুট মিলের আগুন ১৫ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার সকাল আটটার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে বলে জানা গেছে। আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে হায়দার কাজী জুট মিলে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়।

মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় রাতে আরো ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। ১৫ ঘণ্টার চেষ্টার পর মঙ্গলবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হবে সন্ধ্যা পর্যন্ত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন জানান, মিলের গোডাউন অপকল্পিতভাবে তৈরি করা হয়েছে। যে কারণে আগুন সহজে নিয়ন্ত্রণ করা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে কয়েক কোটি টাকার পাট, যন্ত্রপাতি ও স্থাপনা পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর