ভালোবাসা দিবসে কুকুর-গাধার ‌‘বিয়ে’!

সংগৃহীত ছবি

ভালোবাসা দিবসে কুকুর-গাধার ‌‘বিয়ে’!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রেমদিবস পালনকে বিদ্রুপ মনে করে কুকুর-গাধার বিয়ে দিয়েছে এক হিন্দু সংগঠন! ভালবাসার বার্তা হিসেবে সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়েছে ভারতীয় সংস্কৃতির রক্ষকদের কাণ্ড।

ভ্যালেন্টাইন্স ডে ভারতীয় সংস্কৃতির বিরোধী— ১৪ ফেব্রুয়ারির আগে থেকেই এই প্রচারে নেমেছিল বজরং দল। ঘোষণা করে, এ দিন রাস্তায় যুগলকে দেখলেই বিয়ে দেওয়া হবে। ভ্যালেন্টাইন্স ডে-র উদ্‌যাপন রুখতে শহরে মিছিলও করা হয়।

। একই ছবি হায়দরাবাদেও। সেখানে পানশালা ও রেস্তরাঁয় বিশেষ অনুষ্ঠান না করার ফতোয়া দিয়েছে বজরং।  

কোয়ম্বত্তূরে দাপিয়ে বেড়িয়েছে একটি হিন্দু সংগঠন।

এমনই একটি সংগঠন হুমকি দিয়েছিল ভুবনেশ্বরে কলিঙ্গ শপিং মল ও পার্কে অভিযান চালাবে। তাদের ৩০ সদস্যকে আটক করে পুলিশ।  

‘পশ্চিমি সংস্কৃতির দূষণের’ সবচেয়ে অভিনব প্রতিবাদের সাক্ষী চেন্নাই-বেঙ্গালুরু। চেন্নাইয়ে কুকুরের সঙ্গে গাধার বিয়ে দিয়েছে এক হিন্দু সংগঠন। আর ভ্যালেন্টাইন্স ডে-র ‘সমর্থনে’ বেঙ্গালুরুতে দু’টি ভেড়ার বিয়ে দিয়েছে কর্নাটক রক্ষণা বেদিকে নামে এক সংগঠন। তাদের বক্তব্য, ‘ভ্যালেন্টাইন্স ডে-র বিরোধিতা করা উচিত নয়। কারণ ভালবাসা জাত-ধর্ম মানে না। এই ভালবাসার জন্য এক দিনের ছুটিও ঘোষণা করা উচিত। ’
 

সম্পর্কিত খবর