যে লিঙ্কে ক্লিক করলেই বিপদ!

হোয়াটসঅ্যাপে ফাঁদ

যে লিঙ্কে ক্লিক করলেই বিপদ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তিনহাজার জুতো বিলি হবে বিনামূল্যে। তাও আবার যেনতেন কোম্পানির জুতো নয়, অ্যাডিডাস কোম্পানির। কেবল লিঙ্কে ক্লিক করলেই কেল্লা ফতে। তাহলেই ওই তিন হাজার অ্যাডিডাস জুতোর মধ্যে একটি হয়ে যাবে আপনার।

এমন সুযোগ কে হাতছাড়া করতে চায়? বিনা খরচে এমন দুর্দান্ত উপহার বলে কথা! সাবধান! ক্লিক করলেই বিপদে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি অনেকেই হোয়াটসঅ্যাপে ফ্রি জুতো পাওয়ার এমন মেসেজ পাচ্ছেন। এই মেসেজ একেবারেই ভুয়া। নিজেদের ৯৩তম বছরে পদার্পণ উপলক্ষে বিশ্বের অন্যতম সেরা খেলার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা তিন হাজার জুতো ফ্রি বিতরণ করছে এই মর্মে যে মেসেজ পাঠানো হচ্ছে তার পিছনে রয়েছে হ্যাকার চক্র।

news24bd.tvওই লিঙ্কে ক্লিক করলেই দেখা যাচ্ছে একটি হোম পেজ খুলে যাচ্ছে। সেখানে একটি ফর্ম দেখা যাচ্ছে। সেটি পূরণ করলেই মিলবে জুতো। আর ফাঁদটা ওখানেই। এই সব তথ্য মুহূর্তে চলে যাবে হ্যাকারদের হাতে। যার ফলে অনায়াসে হ্যাক হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। স্প্যামিংয়ের খপ্পরে পড়তে পারেন। এছাড়া ইন্টারনেটে নানা জটিলতা এসে হাজির হতে পারে আপনার সামনে।

অ্যাডিডাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও বিজ্ঞাপন তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। পুরোটাই চক্রান্ত।

কাজেই বিনামূল্যে দামি জুতো পাওয়ার প্রলোভন থেকে সাবধান থাকুন। অন্যথায় বিরাট বিপদ আপনার অপেক্ষায়।

সম্পর্কিত খবর