ফ্লোরিডার স্কুলে নিহত ১৭ : আগেই জানতো এফবিআই!

সংগৃহীত ছবি

ফ্লোরিডার স্কুলে নিহত ১৭ : আগেই জানতো এফবিআই!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১২ সালের পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্কুলে ফের ভয়াবহতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফ্লোরিডার ওই ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ জন। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে আগেই জানতো দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। তারা এ বিষয়ে সতর্কও করে দিয়েছিল।

শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বুধবার নিকোলাস ক্রুজ (১৯) নামের এক কিশোর ওই ভয়াবহতম হত্যাকাণ্ডটি ঘটান। আদালতে তার বিরুদ্ধে 'পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড' চালানোর অভিযোগ আনা হয়েছে।

গত বছরই ইউটিউব পোস্টে করা এক মন্তব্যে নিকোলাস জানান, তিনি 'স্কুলে পেশাদার শুটার'  হতে চান।

এ বিষয়ে স্কুলের শিক্ষকদেরও সতর্ক করা হয়েছিল। নিকোলাসকে স্কুলে ব্যাগ আনতেও দেয়া হতো না।  

সম্পর্কিত খবর